বাংলাদেশ

‘একদিনে কোটি টিকা দিয়ে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ’

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২২ , ৮:৫৮:১৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

একদিনে এক কোটি করোনা টিকা দিয়ে বাংলাদেশ বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল‌্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (৯ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে এসেছে। আক্রান্তের সংখ্যা কমেছে। সেই সাথে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। দেশে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশে করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা পদ্ধতি একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। একদিনে এক কোটি করোনা টিকা দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘সারা দেশের হাসপাতালগুলোর সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনার কাজ বাস্তবায়ন করা হবে।’

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে শিগগিরই স্থাপনকৃত এমআরআই মেশিন ও হাসপাতালে নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন করার কথা জানান মন্ত্রী।

এছাড়া হাসপাতালে কর্তব্যরত ২২৮ জন নার্সের জন্য আবাসন ব্যবস্থা, শুন্যপদে দ্রুত নিয়োগ, হাসপাতালের বর্তমান ডায়রিয়ার ১০ শয‌্যাকে ৫০ শয্যা বিশিষ্ট পৃথক ডায়রিয়া ইউনিট খোলার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ‌্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, হাসপাতালের তত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ্, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম নবী, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম (পিপি), ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।

উল্লেখ্য, সর্বশেষ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভা ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল।

আরও খবর

Sponsered content

Powered by