বাংলাদেশ

এখন থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৩ , ২:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

যাত্রী চাহিদার কথা বিবেচনা করে মেট্রোরেলের চলাচলে ২ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই ট্রেন।

রাজধানীর উত্তরার উত্তর থেকে আগারগাঁওগামী নয়টি স্টেশনের প্রতিটিতেই এখন থামছে মেট্রোরেল।

প্রসঙ্গত, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে।

এছাড়া, মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। এমআরটি লাইন-৬ প্রকল্প বাস্তবায়নে সর্বোমোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

আরও খবর

Sponsered content

Powered by