আন্তর্জাতিক

এবারও জাপানের সামরিক খাতে বরাদ্দের রেকর্ড

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২০ , ৩:০০:৪৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সামরিক খাতের বাজেট বরাদ্দে এবার কোনো পরিবর্তন হলো না জাপানের প্রতিরক্ষা নীতিতে। রেকর্ডের ধারাবাহিকতায় এবার টানা ৯ম বারের মতো বরাদ্দের রেকর্ড গড়ল জাপানের সামরিক খাত। আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া জাপানের অর্থবছরে সামরিক খাতে ৫১ দশমিক ৭ বিলিয়ন ডলার অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। 

সোমবার (২১ ডিসেম্বর) জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা এই বিল অনুমোদন করেন। এই বরাদ্দের পরিমাণ চলতি বছরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি।

এবার বর্ধিত বাজেট বরাদ্দের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতিবেশী দেশ চীনের সামরিক শক্তি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক যুদ্ধবিমান (স্টিল্থ ফাইটার), বিমানবাহী জাহাজ ও দূরপাল্লার অ্যান্টি-শিপ মিসাইলের পেছনে ব্যাপক অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে জাপান সরকারের।

এতে প্রমাণিত, বর্তমান প্রধানমন্ত্রী সুগা তার পূর্বসূরি শিনজো অ্যাবের মতোই সামরিক খাতের বরাদ্দ নিয়ে বিতর্কিত হলেও ব্যয় বৃদ্ধিতে মনোযোগী।

বাজেট পাসের পর এক সংবাদ সম্মেলনে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান সচিব কাতসুনোবু কাতো জানান, প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষিত করতেই জাপান নিজ দেশের সামরিক খাতকে শক্তিশালী করতে সবসময়ই প্রস্তুত।

বলা হচ্ছে, জাপান ভূমি থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার মিসাইল কিনতে চায়, যেগুলোর আওতায় থাকবে চীন, উত্তর কোরিয়াসহ এশিয়ার অন্যান্য দেশ।

২০৩০ সালকে সামনে রেখে একবিংশ শতকের প্রথম তিন দশকে জাপান জেট বিমানের পেছনে ৪০ বিলিয়ন ব্যয় করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে। সেই প্রকল্প এবার বরাদ্দ মিলেছে ৭০৬ মিলিয়ন ডলার বা ৭০ কোটি ৬০ লাখ ডলার। প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এতে সহযোগিতা করছে লকহিড মার্টিন করপোরেশন। আর দূরপাল্লার এন্টি-শিপ মিসাইল উন্নতকরণে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩২৩ মিলিয়ন ডলার বা ৩২ কোটি ৩০ লাখ ডলার।

উল্লেখ্য, এ বছর চীনের সামরিক খাত ৬.৬ শতাংশ ব্যয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বেইজিং। তবে, সামরিক খাতে চীনের এই বরাদ্দ বৃদ্ধির পরিমাণ গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।

আরও খবর

Sponsered content

Powered by