বাংলাদেশ

এমপিওভুক্তিতে কোনও প্রকার দুর্নীতি সহ্য করা হবে না দুদক চেয়ারম্যান

  প্রতিনিধি ৫ মে ২০২০ , ১২:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ

নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিতে কোনও প্রকার ঘুষ দুর্নীতি বা হয়রানি সহ্য করা হবে না। বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

 আজ মঙ্গলবার দুদকের গোয়েন্দা অনুবিভাগ, সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) এবং বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভায় তিনি এ বার্তা দেন।
দুদক জানায়, নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির বিষয়ে দুদকের কাছে অভিযোগ রয়েছে যে, কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার নামে কোনও কোনও উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস এবং আঞ্চলিক শিক্ষা অফিসে অনৈতিক অর্থ দাবি করা হচ্ছে।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান সংস্থাটির কর্মকর্তাদের এক বার্তায় নির্দেশনা দিয়ে বলেছেন, শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিকরণে কোনও প্রকার দুর্নীতি, অনিয়ম, হয়রানি কমিশন সহ্য করবে না। কোনও অবস্থাতেই অযোগ্য শিক্ষক যেন ঘুষ দিয়ে এমপিওভুক্ত হতে না পারেন।
এ কার্যক্রম এমনভাবে মনিটরিং করতে হবে, যাতে কারো পক্ষে ঘুষ দেয়া এবং ঘুষ নেয়ার সুযোগ না থাকে। প্রয়োজনে ফাঁদ মামলা পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by