ঢাকা

আশুলিয়ায় ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা

  প্রতিনিধি ৩ মার্চ ২০২২ , ৫:৩২:০৫ প্রিন্ট সংস্করণ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা নিয়ে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সচিব মোঃ আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম।

সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খাঁন, ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মোঃ মঈনুল ইসলাম ভূঁইয়া, শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ এনামুল মুন্সী ও প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেনসহ আশুলিয়া থানা এলাকার প্রায় ৭০জন বীর মুক্তিযোদ্ধা এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by