রংপুর

ঠাকুরগাঁওয়ের ড্রেনের কাজ পুনরায় চালু

  প্রতিনিধি ৮ মার্চ ২০২১ , ৭:৪৩:০১ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের বন্ধ হয়ে যাওয়া ড্রেনের কাজ পুনরায় চালু হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের হস্তক্ষেপে কাজটি পুনরায় চালু হলো।

জানা যায়, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় এক হাঁটু কাদা পানি জমে থাকে বাজারে। প্রায় ২ বছর আগে হাট কমিটি ও গড়েয়া ইউনিয়ন পরিষদের সমন্বয়ে হাফেজিয়া মাদ্রাসার পাশ দিয়ে নদীতে পানি নিষ্কাশনের জন্য একটি বড় ড্রেনের কাজ শুরু করা হয়।

কিন্তু ড্রেনের কাজটি বাজার পর্যন্ত না এগুতেই কিছু মানুষের বাধার মুখে বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পরে ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার মানুষজন।

পরবর্তিতে দীর্ঘ দুই বছর পর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সরাসরি হস্তক্ষেপে ও সহযোগিতায় বন্ধ হওয়া কাজটি পুনরায় চালু করা হয়েছে।

ড্রেনের কাজটি চালু হওয়ায় ইউএনওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় লোকজন ও হাট ব্যবসায়ীরা।

আরও খবর

Sponsered content

Powered by