চট্টগ্রাম

কক্সবাজারের মিয়াঘাট যাত্রী ছাউনি নদী গর্ভে বিলীন

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৮:০৫:০১ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ার করিমদাদ মিয়ার ঘাট এলাকায় যাত্রী ছাউনি এ অ লের জনগুরুত্বপূর্ণ একটি ছাউনি। চলতি মৌসুমে ঝুঁকিপূর্ণ এ যাত্রী ছাউনি ও বেড়িবাঁধ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়ে আসচে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ যাত্রীছাউনি ও বেড়িবাঁধ সংস্কারের আশ্বাস দিলেও কোন ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের চোখের সামনেই নদীর স্রোতে ভেসে গেল যাত্রীছাউনিটি। স্থানীয় অধিবাসিরা জানান, কয়েকদিনের টানা বর্ষণের ফলে নদীতে পানি ও স্রোত বৃদ্ধি হওয়ায় স¤প্রতি যাত্রী ছাউনিটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বেশ কিছুদিন ধরে তারা ঝুঁকিপূর্ণ যাত্রী ছাউনি ও বেড়িবাঁধের বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়ে আসলেও তারা কার্যত কোন পদক্ষেপ নেননি। জানা যায়, নদীপথে চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে ১৯৮৭ সালে তৎকালীন জেলা পরিষদ সদস্য গফুর চৌধুরীর তত্ত¡াবধানে যাত্রী ছাউনিটি নির্মিত হয়েছিল। নৌপথে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী ও পেকুয়া উপজেলা সদর হতে যাতায়াত করা লোকজন এখানেই বিশ্রাম নিত। স্থানীয়রা জানায়, এটি ওই এলাকার একমাত্র যাত্রীছাউনি। এটি বিলীন হওয়ায় নদীপথের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, বিষয়টি আমি আগেও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। স্রোতে বিলীন হওয়ার পর আবারো জানিয়েছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বান্দরবান জোনের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব শিঘ্রই ক্ষতিগ্রস্ত যাত্রী ছাউনিটি পুন:নির্মাণ ও বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by