আন্তর্জাতিক

করোনাজয়ীরাও আক্রান্ত হতে পারেন ওমিক্রনে : ডব্লিউএইচও

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ৫:৩১:৩২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মহামারি পরিস্থিতি যখন অনেকেটাই স্বাভাবিকের দিকে ফিরছিল, ঠিক সেই মুহূর্তে করোনাভাইরাসের নতুন একটি ধরন বিশ্বজুড়ে ফের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। করোনার সবচেয়ে ‘ভয়াবহ ও খারাপ’ ধরন হিসেবে চিহ্নিত ওমিক্রন টিকায় প্রতিরোধ হবে কিনা, করোনাজয়ীদের ফের এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কিনা-এসব বিষয় বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে ওমিক্রন নিয়ে প্রাথমিক তথ্য বিশ্লেষণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদেরও নতুন এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

রোববার ডব্লিউএইচও এই তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, করোনার ‘ডেলটা’ ধরনের চেয়ে ‘ওমিক্রন’ দ্রুত ছড়ায় কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে আরটি-পিসিআর পরীক্ষায় ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

ডব্লিউএইচও বলেছে, করোনার নতুন ধরনে আক্রান্ত ব্যক্তিরা গুরুতর অসুস্থ হন কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি হাসপাতালে করোনা রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সেখানে করোনার সার্বিক সংক্রমণ বাড়ছে। সূত্র : এনডিটিভি ও দ্য হিন্দু।

আরও খবর

Sponsered content

Powered by