বাংলাদেশ

করোনাভাইরাস: ১০ সপ্তাহে সর্বোচ্চ রোগী শনাক্ত, ৭ মৃত্যু

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১ , ৬:৩৩:১৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫০৯ জন, যা গত ১০ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে মোট ২৮ হাজার ৭০ জনের মৃত্যু হলো। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২২ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।

আরও খবর

Sponsered content

Powered by