বাংলাদেশ

করোনায় আরও ৫ জনের মৃত্যু

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৮:০৮:১৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৪৫ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬০১ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন।

এর আগে গত ২৭ জুলাই সবশেষ পাঁচ জনের মৃত্যু হয়েছিল। ফলে ৫৫ দিন পর আবার পাঁচ জনের মৃত্যু হলো।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।

গত একদিনে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে দুই জন এবং চট্টগাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় চার হাজার ৮২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও খবর

Sponsered content

Powered by