রংপুর

আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১৩ জুয়াড়ির জেল

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ৪:০২:২৩ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১৩ জুয়াড়ির জেল হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার আটোয়ারী থানা পুলিশের একটি চৌকশ টিমকে সাথে নিয়ে মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনায় বের হন। অভিযানের এক পর্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমাড়া বাজার এলাকা হতে জুয়া খেলার সময় হাতেনাতে ১৩ জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হন। জুয়াড়িরা তাদের অপরাধ স্বীকার করলে তাৎক্ষণিক প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান।

 

জুয়াড়িরা হলো উপজেলার রাধানগর ইউনিয়নের গোপালজোত গ্রামের বিদ্যা মোহনের পুত্র কৃষ্ণ বর্মন(২৫), রসেয়া গ্রামের মৃত তাজিম উদ্দীনের পুত্র মো. আব্বাস আলী(৪০), মালিগাঁও গ্রামের মৃত নগেন্দ্র দেব নাথের পুত্র জিতে দেব নাথ (৪৫), মালিগাঁও গ্রামের মহানন্দ দেব নাথের পুত্র লিটন দেব নাথ (২৫), গোপালজোত গ্রামের চৈতন্য বর্মনের পুত্র মহেন্দ্র বর্মন (৩৮), রসেয়া বানিয়াপাড়া গ্রামের লাটিম চন্দ্র বর্মনের পুত্র জিতু রাম বর্মন (৪০), মালিগাঁও গ্রামের মৃত লবানু দেব নাথের পুত্র রবীন্দ্র দেব নাথ (৩৫), মালিগাঁও গ্রামের ধুপি চন্দ্র দেব নাথের পুত্র সবিন্দ্র দেব নাথ (৩৫), রসেয়া গ্রামের আলীম উদ্দীনের পুত্র মো. ইয়াকুব আলী (৩৫), রসেয়া বানিয়াপাড়া গ্রামের লাটিম চন্দ্র বর্মনের পুত্র নিতাই চন্দ্র বর্মন (৩৪), রসেয়া গ্রামের মৃত রহিম উদ্দীনের পুত্র মো. ফইজ উদ্দীন (৬০), রসেয়া গ্রামের মৃত সজার উদ্দীনের পুত্র মো. বাবুল ইসলাম(৪০) ও মালিগাঁও গ্রামের মৃত উত্তম দেব নাথের পুত্র তারিণী দেব নাথ (৫৩)।

 

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিনাশ্রম কারাবাসের রায় ঘোষণার পরপরই জুয়াড়িদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by