বাংলাদেশ

করোনা পরিস্থিতিতে বাড়ি ভাড়া মওকুফের দাবি

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২০ , ৫:১৬:২৫ প্রিন্ট সংস্করণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটি ঘোষণা চলমান রয়েছে। ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকের বন্ধ হয়ে গেছে আয়ের পথ। এ অবস্থায় করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাড়ি ভাড়া মওকুফের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।

শুক্রবার (৩ এপ্রিল) দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, ফিউচার অফ বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ফিউচার অফ বাংলাদেশ সভাপতি এস এম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম শওকত আজিজ, সংশোধন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সভাপতি মো. রাসেল মিয়া।

বিবৃতিতে তারা বলেন, বিশ্বে আজ করোনার মহামারি চলছে। তেমনি এক অবস্থায় বাংলাদেশের ভাড়াটিয়া জনগণ এক দুর্বিষহ জীবনযাপন করছে। ইতিমধ্যে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সিলেটের মেয়র আরিফুল ইসলাম, চট্টগ্রামের মেয়র নাছির উদ্দিন, চট্টগ্রামের ডিসি বাড়ি ভাড়া মওকুফের আহ্বান জানিয়েছেন। এমনকি দেশের খ্যাতিমান অনেক ব্যক্তি এবং বাড়িওয়ালাও বলেছেন ভাড়া নেবেন না। আমরা তাদের স্বাগত জানাই।

তারা আরও বলেন, করোনার কারণে সাধারণ ছুটি হওয়ায় স্বল্প আয়ের মানুষ কোনো কাজকর্ম করতে পারছে না, বাইরে বের হতে পারছে না। এ অবস্থায় জনশূন্যতার কারণে রাজধানীসহ সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। যে শ্রমিকরা দৈনিক ভিত্তিতে কাজ করতেন তারা বেকার হয়ে পড়েছেন। এরই মধ্যে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, অন্যদিকে অর্থের অভাব। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে জনগণকে রেহাই দিতে ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফের জন্য নির্বাহী আদেশ জারির দাবিও জানান তারা।

আরও খবর

Sponsered content

Powered by