Uncategorized

চাঁদপুরে মাস্ক ব্যবহার না করায় ২২০ জনকে জরিমানা

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ১১:৫৬:২৬ প্রিন্ট সংস্করণ

চাঁদপুর জেলায় মাস্ক না পরায় ২২০ জনকে ২৯ হাজার ৬১০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৪৬ জনকে ১৭ হাজার ৭১০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসাইন, মঞ্জুর মোর্শেদ, সেলিনা আক্তার, আবিদা সিফাত, আজিজুর নাহান ও এসি ল্যান্ড ইমরান হোসেন।
অন্যান্য উপজেলায় ইউএনও ও এসি ল্যান্ডরা একইভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শতভাগ মাস্ক নিশ্চিত করতে চাঁদপুর শহরজুড়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলার নির্দেশ পাওয়ার পর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামানের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চলছে।

আরও খবর

Sponsered content

Powered by