দেশজুড়ে

করোনা মোকাবেলায় ঘর থেকে বের না হবার নির্দেশ : হুইপ ইকবালুর রহিম এমপি

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২০ , ৪:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ

সাহেব, দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে যানবাহন চলাচল বন্ধ থাকলেও একজন শ্রমিক না খেয়ে থাকবে না এ আশা ব্যক্ত করে বলেন, সরকার ইতিমধ্যেই প্রনোদা বাজেট সহ নানা মুখী পরিকল্পনা গ্রহন করেছেন। এর মধ্যে শ্রমিক, কৃষকসহ সকল পেশাজীবী মানুষের জীবন ও জীবিকা রক্ষার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস ভয়ঙ্কর রুপ নিয়ে ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের যা যা কিছু করার সরকার তা করছে। এখন শুধু আমরা জনগনের সহযোগিতা কামনা করছি। জনগন ঘর থেকে না বের হলেই কোভিড-১৯ প্রতিরোধে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ। তিনি এ গজবের জন্য মহান আল্লাহপাকের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আমাদের ভুলক্রটির জন্য। তিনি বলেণ, দেশে খাদ্যের কোন অভাব নাই। আপনারা ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। 
৭ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপ প্রদত্ত অসহায় ও দরিদ্র ২ হাজার শ্রমিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সাংবদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, সাধারন সম্পাদক শায়েদ রিয়াজ পিম প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by