বাংলাদেশ

করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় : বিএসএমএমইউ

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ৮:৫৯:১২ প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট কার্যকর নয় বলে জানিয়েছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি। এর আগে কিটের কার্যকারিতা নিয়ে তার নিকট প্রতিবেদন জমা দেয় কিটটির কার্যকারিতা পরীক্ষায় গঠিত পারফরম্যান্স কমিটি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গণস্বাস্থ্যের কিটের সক্ষমতা যাচাই কমিটির দেওয়া প্রতিবেদন তুলে ধরে বিএসএমএমইউ উপাচার্য বলেছেন, করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়। তিনি বলেন, উপসর্গের প্রথম দুই সপ্তাহে (তাদের) কিট ব্যবহার করে শুধু ১১ থেকে ৪০ শতাংশ রোগীর করোনা শনাক্তকরণ সম্ভব।

ঔষধ প্রশাসন অধিদপ্তর গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়।

গত ২ মে বিএসএমএমইউ কর্তৃপক্ষ কিটের কার্যকারিতা পরীক্ষা করতে ছয় সদস্যের কমিটি গঠন করে। পরে বিএসএমএমইউতে কিট জমা দেয় গণস্বাস্থ্য।

Powered by