দেশজুড়ে

কাপাসিয়ায় পুলিশের উপর হামলা, পুলিশসহ আহত ৭, গ্রেফতার ৪, দেশীয় অস্ত্র উদ্ধার

  প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৮:২৪:১৩ প্রিন্ট সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়ার থানার পুলিশের উপর হামলার অভিযোগে মাদক ব্যবসায়ীকে চাইনিজ কুডালসহ আটক করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া কদমতলী বাসস্ট্যান্ডে এই ঘটনায় তিন পুলিশ সদস্যসহ জন আহত হয়েছে বলে জানা যায়

এলাকাবাসী পুলিশ জানা যায়, গতকাল বিকেলে কাপাসিয়া থানার এসআই আমিনুর রহমান কনস্টেবল জয়নালের নেতৃত্বে দুই সদস্যের অস্ত্রবিহীন একটি দল উপজেলার চরসনমানিয়ার কদমতলী বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসায় সময় সনমানিয়া এলাকার মাদক ব্যবসায়ী মইনুল একজন সহযোগীসহ একটি মোটরসাইকেল নিয়ে আসার পর পুলিশ থামতে বললে সে মোটরসাইকেল  ফেলে পালিয়ে যায় এক পর্যায়ে মোটরসাইকেল নেওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে বাকবিতন্ডা ঘটে পরে মইনুলের নেতৃত্বে এলাকার প্রায় ২০৫০ জন মাদক ব্যবসায়ীসহ একটি দল একত্রিত হয়ে পুলিশের উপর হামলা চালায়

এসময় কাপাসিয়া থানার এস আই আমিনুর বাহারের নেতৃত্বে আরেকটি পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ স্থানীয় লোকজনের সাথে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ চলে পরে মাদক ব্যবসায়ীদেরকে প্রতিহত করে এসময় পুলিশসহ কমপক্ষে জন আহত হয় ঘটনাস্থল থেকে তিন মাদক ব্যবসায়ীকে চাইনিজ কুড়াল দেশীয় অস্ত্রসহ আটক করে এবং রাতে আরেক জনকে আটক করে তবে ঘটনার মূল হোতা মাদক ব্যবসায়ী মইনুলকে আটক করতে পারেনি পুলিশ এই ঘটনায় থানার এসআই আমিনুর বাহার বাদী হয়ে ১৩ জনসহ অজ্ঞাতনামা আরো / জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে

গ্রেপ্তারকৃতরা হলো মো. আরমান হোসেন, পিতা জামাল উদ্দিন, গ্রাম চন্দনবাড়ী, মো. সাজন মৃধা, পিতা মো. শাহজাহান মৃধা, সাং মনোহরদী, উভয় থানামনোহরদী, নরসিংদী, মোঃ সাগর মিয়া, পিতালিলু মিয়া, সাংবিষ্ণুপুর, মোঃ বেলায়েত হোসেন রাজিব, পিতাআফাজ উদ্দিন আফা, সাংচর আলীনগর, উভয় থানাকাপাসিয়া,জেলাগাজীপুর

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার চর সন্মানিয়ার কদমতলা পুলিশের চেকপোস্ট দেখে অন্য মামলার আসামি মইনুর তাঁর সঙ্গী মোটরসাইকেল রেখে পালিয়ে যায় ওই সময় অন্য একজন এসে মোটরসাইকেলের মালিক হিসাবে দাবি করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার জন্য পুলিশ কাগজপত্র দেখে চালককে আনতে বলে এই  প্রেক্ষিতে পুলিশের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মাদক সম্রাট মইনুরের নেতৃত্বে একটি দল এসে পুলিশের উপর হামলা করে এতে তিন পুলিশ সদস্য আহত হয় পরবর্তীতে পুলিশ স্থানীয় জনতা যোগ হয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে তিন মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করে এবং রাতে আরেকজনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে

আরও খবর

Sponsered content

Powered by