দেশজুড়ে

কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলা, থানায় অভিযোগ

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৬:৩৩:৫৭ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রাণঘাতী করোনার বিস্তার রোধে এলাকা লকডাউনকে কেন্দ্র করে ও পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় এসকেন্দার শেখ নামে এক ব্যবসায়ী সহ বেশ কয়়েকজন গুরুতর আহত ও ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় উথান শিকদার সহ ১৪ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এসকেন্দারের স্ত্রী আলেয়া বেগম। কাশিয়ানী থানা মামলা নং-০৯, তারিখ ১৭/০৪/২০২০ ইং।

এ বিষয়ে ভুক্তভোগী এসকেন্দারের সাথে কথা হলে তিনি জানান, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আমি এলাকার মানুষের মঙ্গলের জন্য কাজ করতে গিয়ে আজ আমার এ অবস্থা। আমার কিছু বলার নেই, আপনারা এলাকাবাসীর সাথে কথা বলে যা জানতে পারবেন তাই লিখুন।

এ বিষয়ে অভিযুক্ত বরকত শিকদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুর রহমান বলেন, এ বিষয়ে কাশিয়ানী থানায় একটি মামলা হয়েছে, দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by