রংপুর

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনামূল্যে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ৮:৫৬:২৯ প্রিন্ট সংস্করণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথমবারের মত বিনামূল্যে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু করেছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে অত্র উপজেলার দরিদ্র ও গরীব মানুষ বিনামূল্যে এই সেবা পেয়ে থাকবেন। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার তারগাঁও ইউনিয়নের পানিগাঁও গ্রামের মো. রব্বানীর স্ত্রী মোছা. গোলাপী খাতুন (৩০) এর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করান সার্জন গাইনি কনসালটেন্ট ডা. মোছা. রুখসানা মমতাজ লীজা। সরকারী ব্যবস্থাপনায় এই অপারেশনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আব্দুল জলিল, এ্যানেসথেসিওলজী জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রাসেল আরাফাত, শিশু বিষেজ্ঞ ডা. মো. আব্দুল কাইয়ুম, ডা. মো. মামুনুর রশিদ, ডা. তনিমা রায়। এই উদ্যাগটি গ্রহন করার জন্য নিদের্শ ও উপদেশ দিয়েছেন সিভিল সার্জন দিনাজপুর।

Powered by