রাজশাহী

বড়াইগ্রামে করোনা মোকাবেলায় ছাত্রলীগ মাঠে

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২১ , ৭:৫৬:৪১ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে করোনা মোকাবেলায় উপজেলা ছাত্রলীগ প্রশংসনীয় ভূমিকা রাখছে। বনপাড়া পৌর শহর, বড়াইগ্রাম পৌর শহরসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে করোনা সচেতনতা বাড়াতে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিতরণ করছে বিনামূল্যে মাস্ক।

সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নার পৃষ্ঠপোষকতায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া শহর ছাত্রলীগের সভাপতি সাকিব সোনার ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসের নেতৃত্বে প্রতিদিনই বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি ও সরকার ঘোষিত করোনাকালীণ লকডাউন কার্যকরে প্রচারণা চালাচ্ছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বনপাড়ার প্রধান প্রধান সড়কে পথচারী ও যানবাহনের যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় হ্যান্ড মাইকে সচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by