ঢাকা

আশুলিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ৬:২৬:৩৮ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
আশুলিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন মোঃ ওমর ফারুক নামের এক আওয়ামী লীগ নেতা। তিনি আশুলিয়া আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দ্বায়িত্বে আছেন।

এবিষয়ে আ.লীগ এই আ.লীগ নেতা অভিযোগ করে বলেন, আশুলিয়া থানাধীন গণকবাড়ি মৌজার বিআরএস দাগ ১৩৭০১, ১৩৭০২, ১৩৭০৩, ১৩৭০৫ মোট জমির পরিমাণ (১৪৪) শতাংশ মোঃ শাজাহান তপন ক্রয় সূত্রে মালিক হইয়া ভোগ দখলে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। তার স্ত্রী আফসানা তপন নয়ন ও তার তিন কন্যা সামিয়া শাজাহান, সুমাইয়া শাজাহান এবং সানজানা শাহজাহানগণ মালিক হয়ে খাজনা পরিশোধ করিয়া আসছে। আফসানা তপন নয়নের তিন কন্যা ওই সম্পত্তি হইতে ৭১শতাংশ আমার নিকট বিক্রয় করে দেয়। বিক্রি জমিতেই আমার গোডাউন রয়েছে। ১১/১১/২২তারিখ যেই আমাকে ও আমার বড় ভাই সহ আমার লোকজনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়েছে ভূমি দস্যু আহাদ আলী। মামলায় উল্লেখ করা হয়েছে আমি, আমার ভাই নাকি আহাদ আলি ও তার লোকজনকে মারধর করেছি। মামলাটিতে যেই দিন এবং যে সময়ের কথা বলা হয়েছে সেই সময় আহাদ আলী বা তার লোকজন গোডাউনে আসে নাই। আরো উল্লেখ করা হয়েছে আমি নাকি পাঁচ লাখ টাকা চাঁদাও দাবি করেছি। এয়োও উল্লেখ করা হয়েছে আহাদ আলী টাইগারকে মারধর করেছি। যেখানে আমি জমি ক্রয় করেছি সেখানে গোডাউন ছেড়ে দেওয়ার জন্য তার কাছ থেকে কিভাবে পাঁচ লাখ টাকা দাবি করেছি। আর যেখানে আমি এতগুলো টাকা দিয়ে জমি ক্রয় করতে পেরেছি সেখানে আমি পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করবো প্রশ্নই উঠে না। মামলার আয়ু যিনি তিনি কি তদন্ত করেছেন কিনা তা জাতি জানতে চায়। আমার সুনাম নষ্ট করাসহ ও হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সুষ্ঠ তদন্তের মাধ্যমে মামলার নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আরও খবর

Sponsered content

Powered by