দেশজুড়ে

কুমিরা-সন্দ্বীপ ঘাটে নিরাপদ যাত্রীসেবায় নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ সেবা কেন্দ্র চালু

  প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ২:৪৪:২১ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীতাকুণ্ডের কুমিরা-সন্দ্বীপ ঘাটে নিরাপদ যাত্রী পারাপারে বাংলাদেশ নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ সেবা কেন্দ্র চালু করা হয়েছে। কুমিরা নৌ পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ সেবা ক্যাম্প খোলা হয়েছে। নৌ-পথের যাত্রী ও নৌ-যানের নিরাপত্তা এবং নদী-পথের সুরক্ষায় জন সচেতনতা তৈরীর লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী গ্রহন করেছে। নৌ-পথে ঈদযাত্রা, দূর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ নৌ-পরিবহন ব্যবস্থা সুনিশ্চিতকরণ এবং নৌ-দূর্ঘটনা রোধে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

এ বিষয়ে কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোঃ একরাম উল্লাহ বলেন, কুমিরা- সন্দ্বীপ নৌরুটে ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় করতে বিশেষ সেবা কেন্দ্র চালু করা হয়েছে। যাত্রীদের ১০০% লাইভ জ্যাকেট নিশ্চিত করণ, অতিরিক্ত যাত্রী ধারণ থেকে বিরত, সুষ্ঠুভাবে টিকেটের ব্যবস্থা করা, মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য বিশেস সুযোগ-সুবিধার ব্যবস্থা করা, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি বন্ধসহ নদী-পথের নিরাপত্তা বিভিন্ন সচেতনতা মূলক কাযক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by