ময়মনসিংহ

কেন্দুয়ায় ভিজিএফে’র চাল বিতরণ

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৮:০৩:১২ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া পৌরসভায় ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সকাল ১০টার দিকে পৌর প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এসময় পৌরসভার মেয়র আসাদুল হক ভূইঁয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইঁয়া, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, দীপক ব্যানার্জী, সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা জানান, এবার ঈদুল-আযহা উপলক্ষ্যে পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ভিজিএফের চাল পেয়েছেন ১৭ হাজার ১৯৭টি পরিবার। তাদের প্রত্যেকে ১০ কেজি করে চাউল দেয়া হয়েছে। পৌরসভা ১৫৪০ জন, আশুজিয়া ইউনিয়নে ১০৩৬, দলপা ইউনিয়নে ১১২৮,গড়াডোবা ইউনিয়নে ১৩১৭, গন্ড ইউনিয়নে ১১৭৫, সান্দিকোণা ইউনিয়নে ১২৮২, মাসকা ইউনিয়নে ১২১০, বলাইশিমূল ইউনিয়নে ১২৭১, নওপাড়া ইউনিয়নে ১০৪৬, কান্দিউড়া ইউনিয়নে ৮৬৯, চিরাং ইউনিয়নে ১২০১, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে ১৪১২, পাইকুড়া ইউনিয়নে ১৩৩৩ ও মোজাফরপুর ইউনিয়নে ১৩৭৭ জন। পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বরাদ্ধকৃত এসব চাল সুষ্ঠভাবে বিতরণ করেছেন বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by