বাংলাদেশ

কে জিতবে সেটা বড় কথা নয়; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই: মার্কিন রাষ্ট্রদূত

  প্রতিনিধি ৮ জুন ২০২২ , ৫:১৯:৫৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, নির্বাচনে কে জিতবে সেটা বড় কথা নয়। আমরা চাই, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। বাংলাদেশের মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করুক।

বুধবার (৮ জুন) নির্বাচন কমিশন (ইসি) ভবনে সিইসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আশা প্রকাশ করে বলেন, ভোটের আগে দেশে রাজনৈতিক সমঝোতা তৈরি হবে। বর্তমান ইসি আন্তর্জাতিক মানের একটি নির্বাচন উপহার দেবে।

এদিকে, আগামী জাতীয় নির্বাচন আগের চেয়ে স্বচ্ছ হবে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বলেন, এর আগে লেভেল প্লেইং ফিল্ড ও ভোটের পরিবেশ নিশ্চিতে কাজ করবে ইসি। সরকার কমিশনকে সহায়তা করবে বলেও আশা করেন সিইসি।

আরও খবর

Sponsered content

Powered by