বরিশাল

কোটি টাকার ক্ষয়ক্ষতি স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে ৬টি বসত ঘর ভস্মিভূত

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১ , ৩:২১:০৭ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসত ঘর মালামালসহ সম্পুর্ন ভস্মিভূত এবং একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। উপজেলা চেয়ারম্যান আব্দুল হক জানান, তার নিজ বাড়িতে সংঘঠিত অগ্নিকান্ডে ৬টি বসত ঘর মালামালসহ সম্পুর্ন এবং একটি ঘরের আংশিক পুড়ে গেছে। অগ্নিকান্ডে ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের সুত্র জানায়। বৈদ্যুতিক শট শার্কিট অগ্নিকান্ডের কারণ বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। স্থাানীয় সুত্র জানায়, ওই দিন সন্ধ্যার দিকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের ঘরের দোতলায় আগুন দেখে বাড়ির লোকজন ডাক চিৎকার দিলে এলাকাবাসি অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় শাহাদাত হোসেন, হান্নান মিয়া, মালেক মিয়া, মুনির হোসেন, মো. হানিফ ও সাদেক মিয়ার ঘর মালামালসহ সম্পুর্ন ভস্মিভুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারেফ হোসেন, ওসি আবির মোহাম্মদ হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইউএনও ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেন।

 

আরও খবর

Sponsered content

Powered by