দেশজুড়ে

খাদ্যের সন্ধানে কালোমুখো হনুমান যশোর থেকে খুলনায়

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২০ , ১২:২৩:৩৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর এলাকায় হঠাৎ বিরল প্রজাতির তিনটি কালোমুখো হনুমান এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

স্থানীয়রা জানান, হনুমান তিনটি খাদ্যের অভাবে যশোরের কেশবপুর উপজেলা থেকে দলছুট হয়ে এ এলাকায় এসেছে।

হনুমানগুলো খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকার পাশে বিভিন্ন গাছে আবার কখনো স্থানীয়দের বাড়ির ছাদে কিংবা বিভিন্ন বাড়ির প্রাচীরের ওপর উঠে বসে থাকতে দেখা যাচ্ছে।

স্থানীয়রা জানান, হনুমানগুলোকে কলা, বিস্কুটসহ বিভিন্ন খাবার খেতে দিলেও সেগুলো খুব একটা খাচ্ছে না।

হনুমানদের লক্ষ্য করে উৎসুক শিশুদের লাঠি বা ঢিল ছুড়তে দেখা গেছে। একপর্যায়ে হনুমান তিনটি একত্র হয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বাড়ির প্রাচীরের ওপর বসে থাকছে। আবার কিছুক্ষণ পর এলাকার বিভিন্ন বাড়ির প্রাচীর থেকে নেমে উঁচু গাছে উঠছে।

স্থানীয় কৃষক হাবিবুর রহমান জানান, দু’দিন ধরে হনুমান তিনটি এ এলাকায় রয়েছে। তবে বিভিন্ন মানুষের দেওয়া খাবার তারা তেমন একটা খেতে চায় না। তারা এলাকার বিভিন্ন কৃষকের সবজির ক্ষেত থেকে খাবার খাচ্ছে, নানাজনের গাছের ফল ও খাবারের দোকানে হানাও দিচ্ছে।

ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কেশবপুর উপজেলায় এ হনুমানগুলোর বসবাস। খাদ্যসংকটে এরা প্রায়ই এ অঞ্চলে চলে আসে। মুখমণ্ডল কালো বলে এদের কালোমুখো হনুমান বলা হয়।

আরও খবর

Sponsered content

Powered by