রংপুর

খানসামায় করোনা রোগীদের বাড়িতে খাবার নিয়ে ইউএনও

  প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৭:৩৫:৪১ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি যেয়ে ফল-ম‚ল ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম। শনিবার বিকেলে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম নিজে উপজেলার আঙ্গারপাড়া, খামারপাড়া ও গোয়ালডিহি ইউনিয়নের ৭ জন করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে তাদের মনোবল শক্ত রাখতে অনুপ্রেরনা ও সাহস যোগান। এরপর তাদের উপহার হিসেবে ২০ ধরনের ফল-ম‚ল ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পিআইও মাজহারুল ইসলাম, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু প্রমুখ। এর আগেও ইউএনও ২৫ করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে পুষ্টিসমৃদ্ধ খাদ্য ও ফল-ম‚ল পাঠিয়েছেন এবং তাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন। ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, উপজেলায় মোট ৩২ করোনা রোগীর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। বাকি ২৬ জন করোনা রোগীর বাড়ি লকডাউন রাখা হয়েছে। সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সাহায্য করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by