আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের সহিংসতা খতিয়ে দেখবে জাতিসংঘ

  প্রতিনিধি ২৮ মে ২০২১ , ৪:২০:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

গাজা উপত্যকায় ইসরায়েলের সহিংসতা খতিয়ে দেখবে জাতিসংঘের মানবধিকার কাউন্সিল।  এরইমধ্যে ২৪টি দেশ তদন্ত শুরুর পক্ষে ভোট দিয়েছে। আর বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ।

বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে ওই ভোটাভুটি হয়। মানবাধিকার সংস্থা গাজা ও দখলকৃত পশ্চিম তীরে অধিকার ভঙ্গের অভিযোগ খতিয়ে তদন্ত কমিশন গঠন করেছে। তবে যুক্তরাষ্ট্র বলছে এই সিদ্ধান্ত শান্তি ফিরিয়ে আনার পরিবর্তে বিপদ ডেকে আনবে। এদিকে ইসরায়েল বলছে, এই তদন্তে কোন প্রকার সহায়তা তারা করবে না।

১১ দিনের সহিংসতায় সরকারী হিসাবমতে, গাজায় মারা গিয়েছেন ২৪২ জন। অন্যদিকে ইসরায়েলে ১৩ জনের প্রাণহানি ঘটেছে।

আরও খবর

Sponsered content

Powered by