ঢাকা

গাজীপুরে ট্যুরিষ্ট পুলিশ “স্মার্ট গন্তব্যে পর্যটকদের প্রতি স্টেকহোল্ডারগনের সমন্বিত আচরণগত দৃষ্টিভঙ্গি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০৪:৩৬ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে ট্যুরিষ্ট পুলিশ "স্মার্ট গন্তব্যে পর্যটকদের প্রতি স্টেকহোল্ডারগনের সমন্বিত আচরণগত দৃষ্টিভঙ্গি" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর বার ঘটিকায় গাজীপুর সদর উপজেলার  ভবানীপুর ট্রাস্ট নীটওয়্যার লিমিটেডের কনফারেন্স রুমে 

ট্যুরিষ্ট পুলিশ গাজীপুর জোন এর উদ্যোগে “স্মার্ট গন্তব্যে পর্যটকদের প্রতি স্টেকহোল্ডারগনের সমন্বিত আচরণগত দৃষ্টিভঙ্গি” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার ড. মোঃ আশফাকুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের সম্মানিত অতিরিক্ত আইজিপি জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম (বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক, আবুল ফাতেহ্ মোহাম্মদ শফিকুল ইসলাম,গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম, টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক , বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা ও শ্রীপুর উপজেলার ইউএন ও গাজীপুর জেলার স্টেকহোল্ডারগনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন‌।

কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশর পর্যটন খাতকে আধুনিকায়ন ও বাংলাদেশের আগত পর্যটকদের নিরাপত্তা মানসম্মত সেবা নিশ্চিতকল্পে এস্টেকহোল্ডারগনের করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by