ঢাকা

গোপালগঞ্জ ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৩ , ৮:২৩:৪৫ প্রিন্ট সংস্করণ

 গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ মার্চ অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ সদর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবে। উক্ত ইউপি নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ মার্চ) বিকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনাতনে জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লার সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

এসময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা  রাশেদুল ইসলাম, রিটার্নিং অফিসার ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদর উদ্দিন, নির্বাচনে অংশ নেওয়া সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম আগামী ২০ মার্চ অনুষ্ঠিতব্য

গোপালগঞ্জ সদর উপজেলার ৬ ইউপি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু 

ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও খবর

Sponsered content

Powered by