দেশজুড়ে

গৌরনদী ইউএনও দিন-রাত করোনা মোকাবেলায় কাজ করে চলছে

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৩:৩৮:১২ প্রিন্ট সংস্করণ

এসএম ওমর আলী সানি, আগৈলঝাড়া(বরিশাল) : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রামণের ভয়কে উপেক্ষা করে কোলের দুটি শিশু সন্তানকে মায়ের স্নেহ, মায়ামমতা থেকে দুরে রেখে নিয়মিত অফিসসহ দিনরাত কাজ করে যাচ্ছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান তিনি সরকারি নির্দেশনা সফল বাস্তবায়ন মানুষকে সেবা দিয়ে সর্বস্থরের মানুষের ইতোমধ্যে মন জয় করেছে ইউএনও ইসরাত জাহানের মানবিক কর্মকান্ডে সন্তোশ প্রকাশ করেছে গৌরনদীসহ পার্শ্ববর্তী  উপজেলার জনসাধারণ

করোনার প্রদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে রাখা, বাজার নিয়ন্ত্রণ, সামাজিক দূরাত্ব বজায়ে সচেতনতা গড়ে তোলা, বিনোদন দিয়ে ঘরে রাখায় মানুষকে উদ্ধুদ্ধ করা লকডাউনের ফলে কর্মহীন মানুষকে

সূত্রে জানা গেছে, ইসরাত জাহান ২৯তম বিসিএস (প্রশাসন) সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে রাজশাহীতে সহকারী কমিশনার পদে যোগদান করেন পরবর্তীতে পটুয়াখালী জেলার কাউখালি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন কাউখালি থেকে গত বছর আগষ্ট গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন গৌরনদীতে যোগদানের পর তার মেধা দক্ষতার মাধ্যমে অল্পদিনেই জনসাধারণ রাজনৈতিক মহলে চৌকস অফিসার হিসেবে আস্থা অর্জন করেছেন

সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন, ব্যবসায়ী, কর্মহীন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের আতঙ্ক শুরু হলে দলে দলে প্রবাসীরা দেশে ফিরতে শুরু করেন ধারাবাহিকতায় গৌরনদীর উপজেলায় প্রায় ৮শপ্রবাসী আসেন তাদের হোম কোয়ারেন্টিনে রাখতে ইউএনও ইসরাত জাহান তার কোলের কোমলমতি দেড় বছরের শিশু তাসফিন ইবনে ছয় বছরের কন্যা রুবামা বিনতে হানিফকে বাসায় রেখে সরকারে দেওয়া তার উাপরে  অর্পিত দায়ত্ব দিন রাত জনগনের বাড়ি বাড়ি গিয়ে তাদের বুঝিয়ে হোম কোয়ারেন্টিনে রাখতে ব্যবস্থা করেন

হোম কোয়ারেন্টিন মানতে গনসচেতনাতায় সৃষ্টি করতে প্রচারপত্র বিলি, মাইকিংসহ ব্যাপক প্রচারনা চালান দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে সময় আকস্মীকভাবে গৌরনদী উপজেলার সকল হাট বাজারে চাল, ডাল, পিয়াজ, রসুনসহ  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় নির্বাহী অফিসার ইসরাত জাহান উপজেলার বিভিন্ন হাটবাজার কমিটির সঙ্গে মতবিনিময় করে বাজার স্বাভাবিক রাখেন

ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করায় ব্যবসায়ীদের সতর্ক করে দেন তিনি গৌরনদীর বাটাজোর, টরকী, মাহিলাড়া, সরিকল, গৌরনদী বন্দর, গৌরনদী বাসষ্টান্ডসহ উপজেলার ২০টি হাট বাজারে অব্যহত অভিযান পরিচালনা করে অর্ধশত ব্যবসায়ীকে কয়েক লক্ষ টাকা জরিমানা করে বাজার স্থিতিশীল রাখেন 

গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির  সাধারণ সম্পাদক ভোলা সাহা গৌরনদী বাসষ্টান্ডের ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মহাম্মদ, টরকী বন্দরের ব্যবসায়ী সমিতির সভাপতি রাজু আহম্মেদ হারুন বলেন, ইউএনও ইসরাত জাহানের দিনরাত বাজার নিয়ন্ত্রনে কাজ করায় এলাকার বাজার দর নিয়ন্ত্রনে রয়েছে এই কাজটি সহজে করতে তিনি (ইউএনও) ভালবাসা কঠোরতা দুটি কৌশলই কাজে লাগিয়েছেন

স্থানীয় জাহাঙ্গীর হোসেন, আবু তালেব, আনিসুজ্জামান, সাইফুল ইসলামসহ অনেকেই বলেন, নির্বাহী অফিসার ইসরাত জাহান মানুষকে মমতাভালবাসা দিয়ে সচেতন করে সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মানতে রাজি করিয়েছেন বিশেষ করে তিনি পরিবার ভিত্তিত কমিউনিটিকে হোম কোয়ারেন্টিনে রাখতে উৎসাহ দিতে বাড়ি বাড়ি গিয়ে বিনোদন সামগ্রী হিসেবে লুডু, দাবা সরবারহ করেছে নারী কর্মীদের দিয়ে মাস্ক তৈরী করে হতদরিদ্র মানুষকে মাস্ক স্যানিটাইজার প্রদান করেছে

স্থানীয় সংসদ সদস্য পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিরবীক্ষণ কমিটির আহবায় (মন্ত্রী) নিদের্শে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের পরামর্শে নির্বাহী অফিসার ইসরাত জাহান সামাজিক দুরত্ব বজায় রেখে কয়েক হাজার কর্মহীন মানুষকে খুঁজে তাদের হাতে চাল, ডাল, আলুসহ খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন

প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও ইসরাত জাহান আক্ষেপ করে প্রতিনিধিকে বলেন, ‘জানেন, বৈশ্বিক দুর্যোগ আসার পর থেকে আমি বাচ্চাদের কোলে নিতে পারি না, কোলে উঠলে আর কোল থেকে নামতে চায় না, তার পরেও কি আর করা বাজার নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে গৌরনদীর সব কিছু স্বাভাবিক রাখতে আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি তবে কাজটি করতে কিছুটা কৌশল অবলম্বন করতে হয়েছে শাসন নয় ভালবাসা দিয়ে কাজগুলো করতে পেরেছি মূলত কাজগুলো করেছে গৌরনদীর সর্বস্তরের মানুষ আমি পরামর্ম দিয়েছি মাত্র এলাবাসির সহযোগীতার জন্য সবকিছু সহজে করা সম্ভব হয়েছে করোনার যুদ্ধে আগামি কঠিন দিনগুলো মোকাবেলায় তিনি সকলের সহযোগীতা চান

নির্বাহী কর্মকর্তার এসব কাজ সফল করতে সহায়তা করেছেন গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনাচার্জ (ওসি) গোলাম সরোয়ার   পুলিশ পরিদর্শক (তদন্ত) মা. মাহাবুবুর রহমান

আরও খবর

Sponsered content

Powered by