দেশজুড়ে

গৌরীপুরে রাধাষ্টমী ব্রত উদযাপন  

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২১ , ১:২৪:১১ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর নরোত্তম সংঘের উদ্যোগে শ্রীশ্রী রাধা গোপীনাথ জিউ মন্দির আঙ্গিনায় রাধাষ্টমী ব্রত পালিত হচ্ছে। ৩ দিন ব্যাপী এই উৎসব শুরু হয় ১৩ সেপ্টেম্বর সোমবার শ্রীমদ্ভাগবত পাঠ এর মাধ্যমে,  আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চতুস্প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং আগামীকাল মহাপ্রসাদ বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি।
এ সম্পর্কে মন্দির কমিটির যুগ্ন সম্পাদক উল্টন পাল ও সার্বিক তত্বাবধায়ক দেবল কর বলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলেও কৃষ্ণ সখি রাধারাণীর জন্মতিথি সেরকমভাবে উদ্ যাপন করা হয় না কিন্তু বাংলাদেশে একমাত্র আমরা এ দিনটি বিশদভাবে পালন করি।
তারা আরও বলেন বিগত বছর গুলোতে ১০৮ জন কলসি নিয়ে ৭ ঘাটে জল ভরা সহ বিশাল আনন্দ শুভাযাত্রার আয়োজন থাকলেও এ বছর করোনা মহামারির কথা বিবেচনা করে অনুষ্ঠান সীমিত করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by