দেশজুড়ে

“গ্রাম ডাক্তারদের বাদ দিয়ে এই দেশে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়”

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২০ , ৩:১৬:৫৫ প্রিন্ট সংস্করণ

পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:

করোনাকালীন সময়ে প্রথম থেকে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে সাধারন জনগনের পাশে থেকে সেবা দিয়েছেন বাংলাদেশের গ্রাম ডাক্তার। গ্রাম ডাক্তার ছাড়া চিকিৎসা সেবা সম্বব নয়। গ্রাম ডাক্তাররা আছে বলে সাধারন মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে না। গতকাল পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন অধ্যাপক হারুনুর রশিদ।

 

পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সভাপতি ডা: সঞ্জয় সেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা: খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র ও পটিয়া উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ ।

 

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সভাপতি ডা: আশীষ কুমার শীল, বিশেষ অতিথি ছিলেন রেনাটা লিমিটেডের এসিসট্যান্ট সেলস ম্যানেজার নাসির উদ্দিন হায়দার, আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেনাটা লিমিটেডের স্পীকার ডা: সিরাজুল উসলাম, জেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সাংগটনিক সম্পাদক ডা: হারুনুর রশিদ, সংগটনের প্রধান উপদেষ্টা ডা: রফিক আহম্মদ, রেনাটা লিমিটেডের এরিয়া ম্যানেজার মাজহারুল ইসলাম, এরিয়া ম্যানেজার মো: আলমগীর।

 

এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ডা: রৌশন আলী, যুগ্ন সাধারন সম্পাদক ডা: এরশাদ হোসেন, সাংগটনিক সম্পাদক ডা: মুজিবুর রহমান, ডা: অমল দাশ, ডা: মীর আরিফুল ইসলাম, ডা: শাহেদ, ডা: অনিল কুমার বিশ্বাস,ডা: রাজীব দাশ, ডা: রফিকুল ইসলাম প্রমুখ।

 

Powered by