দেশজুড়ে

ঘুমিয়ে ছিলেন গেটম্যান ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত-১

  প্রতিনিধি ২২ জুন ২০২২ , ৮:০০:৪৭ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ের বারইয়ারহাটে ট্রেনের সাথে দুর্ঘটনায় কবলিত ড্রাম ট্রাক/ ছবি প্রতিনিধি ।

আশরাফ, মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে গেটম্যানের ঘুম কেড়ে নিল একটি প্রাণ। ঘুমে থাকার কারনে ট্রেনের আগমনের সময় সেফটি ভার না দেয়ায় ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার (চালকের সহকারি) নিহত ও চালক আহত হয়েছেন।

বুধবার (২২ জুন) রাত দেড়টায় ঢাকামুখী লেইনে তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালু ভর্তি ড্রাম ট্রাকের সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মোরছালিন (১৯)। সে লক্ষীপুর জেলা সদরের আন্দারমানিক এলাকার শামসুল আলমের পুত্র।

স্থানীয়ের অভিযোগ, ঘটনার সময় গেটম্যান মো. আনোয়ার হোসেন তার রুমে ঘুমাচ্ছিলেন। তার জন্য দুর্ঘটনা ঘটে। সে প্রায় সময় ঘুমে থাকে। যাত্রীবাহী কোন যানবাহন দুর্ঘটনার কবলে পড়লে প্রাণহানির ঘটনা আরো বাড়তো।

চিনকীআস্তানা রেল ষ্টেশন মাস্টার মো. সিরাজুল হক বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় মহানগর তূর্ণা নিশিতা এক্সপ্রেসের সাথে বালু বোঝাই একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। শুনেছি গেইটম্যান ঘুমিয়ে ছিলো। দুর্ঘটনার জন্য গেটম্যান দায়ী কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, নিহত মোরছালিনের মৃতদেহের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by