চট্টগ্রাম

চট্টগ্রামে আগুনে দগ্ধ প্রতিবন্ধী নারীর মৃত্যু

  প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৬:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় আগুনে দগ্ধ হয়ে টুনু বেগম (৫৩) নামে এক নারী মারা গেছেন। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। রবিবার (১৪ মে) সকাল ১০টার পরে নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার মাইজ্জা মিয়ার কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

নিহত টুনু বেগম শারীরিক প্রতিবন্ধী। তিনি ওই কলোনিতে বসবাস করতেন। তবে তার বাড়ি পাশ্ববর্তী মীরপাড়া এলাকায়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম জানান, ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চাক্তাই লামার বাজার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এতে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এছাড়া আমাদের ফায়ার সার্ভিসের এক কর্মীও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

আরও খবর

Sponsered content

Powered by