দেশজুড়ে

চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ ও লক্ষ্মীপুরে ১ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ১১:০২:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যাুরো: বিগত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ১৬৫টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে । এছাড়া লক্ষ্মীপুরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।বুধবার (২২ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১৬৫টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ৪৩ গেছে জন।

চট্টগ্রামের ৩ জনের মধ্যে নগরীর লালখান বাজার মোরশেদ মঞ্জিলে ১ জন (৪২ বছর), বালুছড়া ঈসা খান মঞ্জিলে ১ জন (৪২ বছর) এবং ফটিকছড়ি উপজেলার নানুপুর সাব-সেন্টার ডাক্তার আব্দুল বাসেত হাসান (২৯) এর করোনা শনাক্ত হয়েছে।লক্ষ্মীপুরে সদরে ৩২ বছর বয়সী একজনের করোনা শনাক্ত হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by