দেশজুড়ে

চট্টগ্রামে জনতা ব্যাংকের কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত ২

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৩:১১:২৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যাুরো: চট্টগ্রামে এবার মরণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জনতা ব্যাংকের সীতাকুণ্ড শাখার এক সহকারী ব্যবস্থাপক। তার বয়স ৪০। চট্টগ্রাম নগরীর হালিশহর থানা নয়াবাজার চুনা ফ্যাক্টরির মোড়ে তার বাসা। শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের দুটি ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করে যে ২ জনের করোনা পজেটিভ আসে, তার মধ্যে তিনি একজন। এছাড়া একই দিনে আক্রান্ত অপর ব্যাক্তিটিও একই থানা এলাকার আগ্রাবাদ শান্তিবাগ আবাসিকের বাসিন্দা। বয়স ৩০। তিনি নগরীর কোতোয়ালী থানার তিন পুলের মাথায় ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন বলে জানা গেছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, গতকাল শনিবার রাতে চট্টগ্রামে যে দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দুজনই হালিশহর থানা এলাকার। এর মধ্যে একজন জনতা ব্যাংকের সীতাকুণ্ড শাখার সহকারি ব্যবস্থাপক। তিনি গত ৭ এপ্রিল সর্বশেষ কর্মস্থলে গিয়েছিলেন বলে পারিবারিক ভাবে জানানো হয়। অপর শনাক্ত ব্যাক্তিটি ব্যবসায়ি। নগরীর তিন পুলের মাথায় তার ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান আছে। তিনিও গত ২৫ মার্চের পরে আর দোকান খুলেননি। শনিবার রাত ১১টার সময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের দুটি ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by