চট্টগ্রাম

চট্টগ্রাম নগরী স্বাভাবিক বিএনপি’র ঝটিকার প্রভাব নেই

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ৪:৩৮:০০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরী স্বাভাবিক বিএনপি’র ঝটিকার প্রভাব নেই

চতুর্থ দফায় দেশব্যাপী বিএনপি ৪৮ ঘণ্টার অবরোধে চট্টগ্রাম নগর জীবনের স্বাভাবিক কার্যক্রমে বিরূপ কোনো প্রভাব নেই। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশ। সাথে রয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। খুব ভোরে প্রশাসন জেগে ওঠার আগে বিএনপি’র ঝটিকা মিছিল প্রভাব ফেলছেনা নগর জীবনে।

রবিবার (১২ নভেম্বর) সকালে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষের ভিড় রয়েছে। স্কুল কলেজ বন্ধ থাকায় সড়কে যানবাহনের চাপ কিছুটা কম। বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি চলাচল করতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাস। এছাড়াও জরুরী খাদ্য পরিবহন, ওষুধ সরবরাহসহ জরুরী পরিষেবায় নিয়োজিত বিভিন্ন গাডীকে সামনে ব্যানার লাগিয়ে চলাচল করতে দেখা গেছে।

নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নগরের নতুন ব্রিজ, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা, কাজীর দেউরি, লালখান বাজার, আন্দরকিল্লা, আগ্রাবাদসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান লক্ষ্যণীয়। সেই সাথে মাইক লাগিয়ে মোড়ে মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশও পরিলক্ষিত হয়েছে নগরীর এসব পয়েন্টে।

এদিকে চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে আনোয়ারা কেইপিজেড এলাকায় মিছিল ও অবরোধ পালন করা হয়েছে। এছাড়া হামজারবাগ এলাকায় পাঁচলাইশ থানা যুবদল, নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের গাউছিয়া মোড় এলাকায় বজল আহমদের নেতৃত্বে ডবলমুরিং থানা যুবদল, নগরীর পাহাড়তলী ডিটি রোডে মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিবুল হক বাপ্পীর নেতৃত্বে ছাত্রদলের মিছিল, খাতুনগঞ্জ ও আছাদগঞ্জ এলাকায় কোতোয়ালী থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল, পাহাড়তলী নয়া বাজার এলাকায় মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে মিছিল ও পিকেটিং, নগরীর সদরঘাট এলাকায় যুবদল, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন ও জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলালের নেতৃত্বে কুলগাও বটতলী এলাকায় বিক্ষোভ মিছিল, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটার নেতৃত্বে নগরীর পোর্ট কানেকটিং রোড়ে মিছিল ও সড়ক অবরোধ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতনের নেতৃত্বে নগরীর জাকির হোসেন রোডে খুলশী থানা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

Powered by