দেশজুড়ে

চট্টগ্রাম শহরে ৫১ ও উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ১৫ মে ২০২০ , ৩:৩৪:৫৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যাুরো : চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে চট্টগ্রাম শহরে ৫১ জন এবং জেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৫৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে মহানগরে ২৬, রাঙ্গুনিয়া ১,বোয়ালখালী ১, বাঁশখালী ১ এবং ভিন্ন জেলায় ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) ৭১ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের পটিয়ায় ৬ জন এবং ভিন্ন জেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে নগরীতে ২৫ এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ৩০টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি, বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৪২৪টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৬১ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৭৩ জন।

চমেক ল্যাবে শনাক্ত নগরীর ২৫ জন হলো: নিউমুরিং এলাকার ১৮ বছর বয়সী যুবতী, ফিরঙ্গিবাজারের ৭১ বছর বয়সী পুরুষ, হালিশহরে ৮৫ বছর বয়সী বৃদ্ধ, ডবলমুরিং এলাকার ৫৫ বছর বয়সী পুরুষ, লালখানবাজারের ৫০ বছর বয়সী নারী, কর্ণফুলীর ৬০ বছর বয়সী পুরুষ, চান্দগাঁও এলাকার ৪৫ বছর বয়ষী পুরুষ, চমেক হাসপাতালের ৩৬ বছর বয়সী এক মহিলা ডাক্তার, পতেঙ্গার ৩৩ বছর বয়সী পুরুষ ও একই এলাকার ৩৭ বছর বয়ষী নারী, নন্দনকানন এলাকার ৭৫ বছর বয়সী পুরুষ, চকবাজারের ২৭ বছর বয়সী এক নারী ডাক্তার, অক্সিজেন এলাকার ২৭ বছর বয়সী পুরুষ, কোতোয়ালীতে ৫২ বছর বয়সী নারী, ১৬ বছর বয়সী যুবতী ও ৪৫ বছর বয়সী নারীসহ তিনজন, গোসাইলডাঙ্গার ২৩ বছর বয়সী যুবক ও একই এলাকার ৫৫ বছর বয়সী পুরুষ, আসাদগঞ্জের ১৭ বছর বয়সী যুবতী, আগ্রাবাদের ৫৩ বছর বয়সী নারী, টেরীবাজারের ৬২ বছর বয়সী পুরুষ, কোরবানীগঞ্জের ৪৩ বছর বয়সী পুরুষ, বাকলিয়ার ৭২ বছর বয়সী পুরুষ, ৩৩ বছর বয়সী এক পুরুষ ও রাঙ্গুনিয়ার ৩৮ বছর বয়সী পুরুষ করোনায় আক্রান্ত। বিআইটিআইডি ল্যাবে চট্টগ্রামের শনাক্তরা হলো:সিএমসিএইচ ( CMCH) -১, শিকলবাহা-১, ইন্ডাস্ট্রিল পুলিশ -৩, খেজুরতলা,পতেঙ্গা -১, বড়মা কলোনী বায়েজিদ -১, ফ্রিপোর্ট বন্দর-১, অক্সিজেন -১, কালাপুল অক্সিজেন -১, পাথরঘাটা -১, কাঠগড় -১, নতুন চানগাও থানা -১, ফিরিঙ্গিবাজার-২, ফৌজদারহাট-১, আলকরণ -৫, বন্দর-১, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল -১, মেয়রগলি-১, ফিরোজশাহ কলোনী-১, বিআইটিআইডি -১, বোয়ালখালী-১, রাংগুনিয়া -১ এবং বাঁশখালী -১ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন।

আরও খবর

Sponsered content

Powered by