দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৪২০ পরিবার পেল শিশুখাদ্য

  প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৭:১৮:১৩ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনববাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৪২০টি পরিবার ঈদের আগের দিন শিশুখাদ্য পেয়েছে। রোববার ঝিলিম ইউনিয়নের নতুন বাজার পুলপাড়া গ্রামে শিশুখাদ্য বিতরণ শুরু করেন উপজেলাা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন। 
ইএনও বলেন, করোনাকালের সরকারী ক্যাশ রিলিফের টাকায় এসব শিশুখাদ্য কেনা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ৩০টি করে শিশুখাদ্যের প্যাকেট পৌঁছে দিয়ে বিতরণ করা হয়েছে। শিশুখাদ্যের প্রতিটি প্যাকেটে রয়েছে ১ কেজি চিনি, ২শ’গ্রাম গুড়ো দুধ,১কেজি সুজি, ২ পদের সেমাই ও এক প্যাকেট বিস্কুট।  

আরও খবর

Sponsered content

Powered by