রাজশাহী

চাটমোহরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ৬:০৬:১২ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আ. হামিদ মাস্টার।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, স্বাধীনতা শিক্ষক পরিষদ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Powered by