রাজশাহী

চাটমোহরে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২০ , ৫:১৯:২৩ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে করোনাকালীন সময়ে ঘরবন্দি শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী। স্থানীয় চিত্রগৃহ হলরুমে সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন। এসময় উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, অধ্যক্ষ এম এ মতিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আলহাজ মো. আহসান হাবিব, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, শিক্ষক অলোক কুকু, শিক্ষক বিজয় ভৌমিক, হোসনেয়ারা হাসি, সাংবাদিক শাহীন রহমান উপস্থিত ছিলেন। চিত্র প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের আঁকা ৬ শতাধিক ছবি স্থান পেয়েছে। উদ্বোধন শেষে চিত্রগৃহ’র ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদ’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content

Powered by