আইন-আদালত

চীনের সামরিক দুঃসাহসিকতা বন্ধ করা উচিত: তাইওয়ানের প্রেসিডেন্ট

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২২ , ৮:০৮:১০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

চীনকে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।  ইংরেজি নববর্ষ উপলক্ষে আজ শনিবার এক ভাষণে তাইওয়ানের প্রেসিডেন্ট এই আহ্বান জানান।

তাইওয়ানের স্বাধীনতাকামী জনগণ বরাবরই চীনের দখলদারির বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ২০১৬ সালে সাই ইং ওয়েন দ্বীপটির প্রেসিডেন্ট হওয়ার পর স্বাধীনতার সংগ্রাম নতুন গতি পেয়েছে ।

সম্প্রতি বেশ কয়েকবার চীনের যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটেছে তাইওয়ানে।

ভাষণে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বেইজিং কর্তৃপক্ষকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, তারা যেন পরিস্থিতির ভুল বিশ্লেষণ থেকে বিরত থাকে এবং সামরিক সংঘাতের পরিকল্পনা ত্যাগ করে। তাদের উচিত সামরিক দুঃসাহসিকতা বন্ধ করা।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। দেশটি বরাবরই তাইওয়ানের স্বাধীনতা আন্দোলনকে ‘বিচ্ছিন্নতাবাদী তৎপরতা’ বলে আখ্যায়িত করে আসছে।

আরও খবর

Sponsered content

Powered by