ঢাকা

বৃষ্টির জন্য সাভারে বিশেষ নামাজ আদায়

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ৩:৪১:০৫ প্রিন্ট সংস্করণ

বৃষ্টির জন্য সাভারে বিশেষ নামাজ আদায়

অনাবৃষ্টি, তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এ অবস্থায় গরম থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে বৃষ্টির জন্য সাভারের বিভিন্ন এলাকায় বিশেষ নামাজ নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আশুলিয়া উত্তর গাজীরচট আলিয়া মাদ্রাসা মাঠে ও সকাল ১০টায় সাভারের পৌর নয়াবারী ভাটপাড়া এলাকার ঈদগাঁহ মাঠে বৃষ্টির বিশেষ নামাজ ও মোনাজাত করে দোয়া প্রার্থনা করা হয়। এসময় তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে শত শত মুসল্লিরা অংশ নেন।

সালাতে আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। এছাড়া সকল সৃষ্টিজীবের জন্য রহমতের বৃষ্টি কামনায় প্রায় আধা ঘণ্টা খুতবা, দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

সাভারে পৌর ঈদগাহ মাঠে মোনাজাত পরিচালনা করেন নয়াবাড়ী-ভাটপাড়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আসলাম তালুকদার।

আরও খবর

Sponsered content

Powered by