রংপুর

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিচ্ছে উলিপুর থানা পুলিশ

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ৭:৩১:২৩ প্রিন্ট সংস্করণ

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিচ্ছে উলিপুর থানা পুলিশ

কুড়িগ্রামের উলিপুরে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিচ্ছে উলিপুর থানা পুলিশ। রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ওসি গোলাম মর্তুজা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উলিপুর থানার উদ্যোগে জনগণকে সচেতনতার পাশাপাশি উপজেলার বিভিন্ন পয়েন্ট, বাজার, মার্কেট, ব্যাংক-বীমায় জনগণের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিতে থানা পুলিশের নম্বর সম্বলিত বিভিন্ন স্টিকার লাগানো হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন- অটোরিকশা, মোটরসাইকেলসহ চুরি ছিনতাই রোধ, দ্রুত পুলিশি সেবা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে পুলিশি টহল জোড়দার করা হয়েছে।

এছাড়াও বিট পুলিশিং এর মাধ্যমে তাৎক্ষণিক সেবা দেয়া হচ্ছে। যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থাকবে উলিপুর থানা পুলিশ।

আরও খবর

Sponsered content

Powered by