বাংলাদেশ

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া : মির্জা ফখরুল ইসলাম

  প্রতিনিধি ১৩ জুন ২০২৩ , ৮:৪০:০৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার আটক করে রেখেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছিল, তারপর তাকে বাসায় নিয়ে গৃহবন্দী করে রেখেছিল। আপনারা নিশ্চয়ই শুনেছেন, তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন; অত্যন্ত অসুস্থ। তাকে রাতে হাসপাতালে নিতে হয়েছে। তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।’

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, বিদ্যুৎখাতে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ পদযাত্রা করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে সরকার। আমাদের এমন নেতা নেই, যার বিরুদ্ধে একের অধিক মামলা নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এ দেশটা কারও বাবার নয়, এটা আপনার,আমার, সবার। সবাই মুক্তিযুদ্ধ করে এ দেশটাকে আমরা স্বাধীন করেছি। কিন্তু সেই দেশে কোন কথা বলার অধিকার নেই, নিরাপত্তা নেই।’

তিনি বলেন, ‘ভিসানীতির (মার্কিন ভিসানীতি) কারণে সরকার বেকায়দায় পড়ে গেছে। তাই তারা পাচার করা টাকা নিয়ে আসছে। আবার সেই টাকায় আড়াই পার্সেন্ট ইনসেনটিভ দিতে হচ্ছে। এখন টাকা পাচারকারীদের পুরস্কার দেওয়া শুরু হয়েছে। এখন চুরি করেও পুরস্কার পাওয়া যায়। সরকারের গলাবাজি শেষ হয় না। মিডিয়ার ওপর খড়গ বসে আছে। সাংবাদিকরা মন খুলে কিছু বলতে পারে না।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে বক্তব্য দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার কি চেয়েছিলেন বরিশালের মেয়র প্রার্থী মারা যাক? ধিক্কার জানাই তার এমন কথায়।’

আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন না রাস্তায়- পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরকে ছাড়া। দেখবেন কার কত সাহস। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন, দেখবেন কার কত সাহস আর শক্তি। জনগণ আপনাদের কি করে!’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামমের সভাপতিত্বে পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন প্রমুখ

আরও খবর

Sponsered content

Powered by