বাংলাদেশ

জোট গঠন: নাগরিক ঐক্যের সাথে বিএনপির বৈঠক চলছে

  প্রতিনিধি ২৪ মে ২০২২ , ৬:২১:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন ও আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেছে বিএনপি।

আজ মঙ্গলবার ( ২৪ মে) বিকালে রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের নাগরিক ঐক্যের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম ও দলটির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। আর নাগরিক ঐক্যের পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ ১০-১৫ জন নেতা।

বৈঠকের বিষয়ে জানতে চাইল মির্জা ফখরুল বলেন, আমারা আগে বৈঠক করি, তারপর বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরব।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন,

বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। সামনে অন্যান্য দলগুলোর সাথেও বৈঠক করবে বিএনপি।

আরও খবর

Sponsered content

Powered by