রংপুর

উলিপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ১৩

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:০৫:৩৫ প্রিন্ট সংস্করণ

উলিপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ১৩

কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে পৃথক দু’টি অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের বেজির দোলায় অবস্থিত একটি পুকুর পাড়ে টিনের ঝাপড়ির ভিতরে জুয়া খেলা অবস্থায় দূর্গাপুর ইউনিয়নের গোড়াই শ্যামপুর গ্রামের জহুরুল হকের পুত্র মো. সাইদুল ইসলাম(৫০), আবুল হোসেনের পুত্র মো. মোস্তফা হোসেন(৫০), দূর্গাপুর কুটিরপাড়া গ্রামের ছেরাব উদ্দিনের পুত্র মো. রহমত আলী (৪০), দূর্গাপুর বাজারের আবেদ আলীর পুত্র মো. গোলজার হোসেন(৪২), ভেলুর খামার গ্রামের আকবর আলীর পুত্র মো. শামীম রহমান বাবু (৪২), মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র মো. শফিকুল ইসলাম (৩৬), পান্ডুল ইউনিয়নের ছোট দালালীপাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র মো. ফারুক হোসেন (৩৬) ও আব্দুল কাদেরের পুত্র মো. মহসিন আলী (৪০) কে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ধামশ্রেনী ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের হানিফ উদ্দিনের বৈদ্যুতিক সেচ পাম্পের ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় ওই ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের আঃ জব্বার আলীর পুত্র মো. হানিফ উদ্দিন (৬০), করিম উদ্দিনের পুত্র মো. হাছেন আলী (৪৫), আজিম উদ্দিনের পুত্র মো. মাইদুল ইসলাম (২৮), আপ্তার আলীর পুত্র মো. আব্বাছ আলী (৫২) ও সাতকুড়ারপাড় গ্রামের আঃ রহিমের পুত্র মো. এমদাদুল হক (৪০) কে গ্রেফতার করে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by