বরিশাল

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান

  প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৮:৩৫:১৩ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি :বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহ পরিস্থিতিতে ঝালকাঠি সদর হাসপাতালে পালস্ অক্সিমিটার ও থার্মোমিটার দিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। রোববার দুপুরে সদর হাসপাতালে গিয়ে তিনি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুয়াল হাসানের হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম ফরিদ উদ্দিন ও এনডিসি আহমেদ হাছান। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুয়াল হাসান জানান, করোনা পরিস্থিতিতে পালস অক্সিমিটার ও থার্মোমিটার জরুরী প্রয়োজন ছিল। কিন্তু সদর হাসপাতালে এগুলো ছিল না। জেলা প্রশাসক মহোদয় এসব সামগ্রী দেওয়ায় করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসার কাজে লাগবে। জেলা প্রশাসকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও খবর

Sponsered content

Powered by