আবহাওয়া

টানা বর্ষণে হাঁটুপানি চট্টগ্রাম মেয়রের বাড়িতে

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ৪:৪৫:০৯ প্রিন্ট সংস্করণ

বৃষ্টিতে হাঁটুপানি চট্টগ্রাম মেয়রের বাড়িতে

গতকাল সকাল থেকে শুরু হওয়া ভারি বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বাদ যায়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়িও।

আজ শুক্রবার সকালে বাড়িটির নিচে প্রায় হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে। এতে করে মেয়রও একপ্রকার হয়ে পড়েছেন পানিবন্দী। মেয়রের বাড়ির নিচে পানি ওঠার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ বিষয়টি নিয়ে টিপ্পনী কাটছেন আবার কেউ মেয়রের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতে নগরের বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। সড়কে ভোগান্তিতে পড়েন জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। এ ছাড়া যাতায়াতে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

চট্টগ্রামের পতেঙ্গা দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর বলেন, বাংলাদেশের ওপর এখন মৌসুমী বায়ু সক্রিয়। এ কারণে বৃষ্টিপাত হচ্ছে। টানা আরও দুই থেকে তিন দিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by