চট্টগ্রাম

ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ৭:২০:৩২ প্রিন্ট সংস্করণ

ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিন জেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তারা হলেন- রহিম উল্লাহ (৩৮), মোহাম্মদ শাহীন (৩৫) এবং আরমান (২২)। তারা কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

চমেক ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার রাশেদ উল করিম বলেন, এ ঘটনায় আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত শুক্রবার কক্সবাজার ৬ নম্বর ঘাট এলাকায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জন। তারা সবাই জেলে। এ ঘটনায় দগ্ধ ১০ জনকে ওই দিনই চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে আইয়ুব আলী নামের একজন মারা যান। এরপর গতকাল সোমবার ভোরে ওসমান গনি (২০) নামের অপর এক জেলে মারা যান চমেক হাসপাতালে।

আরও খবর

Sponsered content

Powered by